বৃক্ষমেলা 2022 উদ্বোধন করলেন মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্তী।
শিব্বির আহমদের একটি প্রতিবেদন —
ময়মনসিংহ বিভাগের বৃক্ষমেলা 2022 শুভ উদ্বোধন করলেন মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমদ এম পি মহোদয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ইকরামুল হক, উপস্থিত ছিলেন জনাব আহমার উজ্জামান পিপিএম,
আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব এহতাশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলাপ্রসাশক মহোদয়, উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অত্যান্ত সুশৃঙ্খল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের নার্সারীর সকল মালিকগন। উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্র- ছাত্রীবৃন্দ সহ অনেকে।
মাননীয় মন্ত্রী শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
তিনি আরো বলেন গাছ আমাদের পরিবেশ রক্ষা করে অক্সিজেন দেয় পরিবেশ বান্ধব ও ছায়া দেয়।
ফলজ গাছ সহ আবাদি গাছ সকলের অত্যন্ত উপকার করে। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যে কথাটা বাংলার মানুষের জন্য বলেছেন তা আপনার আমার সবার জেনে রাখা উচিৎ।
প্রতিটি খালি জায়গায় গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা উচিৎ। একটু জায়গা ও যেনো খালি না থাকে আবাদ করে খালি জায়গা যেনো কাজে লাগাই।
আর কোন বন কেটে পরিবেশ নষ্ট যেনো না করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে রেখে সবাই যেনো গাছ লাগাই নিজে উপকৃত হই পরিবেশ রক্ষা করি।
এরপর মাননীয় মন্ত্রী কোমলমোতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপনে উৎসাহিত করার জন্য বৃক্ষ উপহার দেন।
নার্সারী মালিকদের ও নার্সারী চাষীদের মাঝে চেক বিতরন করেন।
মাননীয় মন্ত্রী তারেক স্মৃতি মিলনায়তনের মাঠে একটি বৃক্ষ রোপন ও করেন।