সময়ের সাথে মিডিয়া পাড়ায় ধীরে ধীরে এগিয়ে চলার আরেক নাম নীলু।
শিব্বির আহমদের একটি প্রতিবেদন —
ছোট্ট একটি নাম নীলু। কিন্তু শিক্ষায় তার ব্যাপকতা অনেক। অত্যন্ত শিক্ষিত এই সুদর্শনা। বাংলা সাহিত্য মাষ্টার্স কমপ্লিট করেও শখের তুলা আশি টাকা পূরন করতে থেমে নেই এই অভিনেত্রী।
ধীরে ধীরে বেছে বেছে কাজে যোগ দিচ্ছেন। কিছু সর্বজন সমাদ্রিত মিউজিক ভিডিও, নাটক, টেলিফিল্ম, ও নামকড়া একটি ওয়েব সিরিজে কাজ করে নজরে এসেছেন দর্শকের ও ডিরেক্টরদের।
সুষ্পষ্টভাষী নীলু অভিনয় কে আরো মূলায়ন করার প্রেক্ষাপটে করছেন নিয়মিত জীম, করছেন নাচ প্রাকটিস, আয়নার সামনে নিজেকে উপস্থাপন করে করছেন অভিনয়, দর্শকদের কাছে উপস্থাপন করতে নিজেকে।
কথায় আছে যার মধ্যে পূর্ব পরিকল্পনা থাকে ও সুশিক্ষা থাকে সে জাতি এগিয়েই যাবে।
নীলু তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুব অল্প সময়েই এগিয়ে রেখেছে নিজেকে।
কিশোরগঞ্জে জন্ম এই নীলুর। তবে ঢাকায় অবস্থান করছেন প্রায় এক যুগের ও বেশী সময়। ইতিমধ্যে নিজেকে অনেকটা তৈরী করতে পেরেছেন বলে অভিনয়ের জন্য নিজের ধারনা।
তবে শিব্বির ভাই অভিনয় অনেক ধৈর্য্যর বিষয় । হুট করে সব কিছু হয়ে যায় না। ধীরে ধীরে এগিয়ে গেলে এর দীর্ঘস্থায়িত্ব থাকে ও অনেক দিন।
আপনাদের সকলের দোয়া নিয়ে আমি ধীরে ধীরে কিছু ভালো কাজ নিয়ে নিজেকে এগিয়ে নিতে চাই।
সত্যিকার অর্থে খারাপ কাজ আমাদের সমাজ পছন্দ করেনা। ওটা থাকেও না বেশীদিন।
ভালো কাজ মানুষ মনে রাখে অনেক দিন। ভালো একটা কাজে একজন অভিনেতা অভিনেত্রী উপরের সিড়িতে উঠতে পারে।
কাজ করবো একটা সবাই বসে যেনো একসাথে দেখতে পারি।
শিব্বির ভাই আপনাকে অনেক ধন্যবাদ ও সময়ের পথের প্রতিটি শুভানুধায়ীদের অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন নবীন অভিনয় শিল্পীকে মনে করেছেন।