নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ ব্যাক্তির ৪দিন পর লাশ উদ্ধার এবি. এম.হাবিব স্টাফ রিপোর্টার
নওগাঁয় গত বৃহস্পতিবার থেকে সুবোল চন্দ্র রায় নামের নিখোঁজ ব্যাক্তির ৪দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সুবোল চন্দ্র রায়ের ছেলে সুমন রায় ও মানিক রায় জানায়, তাদের আগের বাড়ী নওগাঁ তরকারী বাজারে হলেও বর্তমানে হাট নওগাঁয় গোস্তহাটির মোড়ে ভাড়া বাড়ীতে থাকে। তাদের আপন মা মারা গেলে তার বাবা ২য় বিয়ে করেছেন বলিহারে। নওগাঁ সদর তুলসিগঙ্গা ব্রীজ মোড়ে চাল এবং আটার ডিলারের ব্যবসা করেন তাদের বাবা।
গত (৭জুলাই-২২ ইং) বৃহস্পতিবার সকাল অনুমানিক সকাল ১০টায় মোবাইল ফোন বাড়ীতে রেখে,ছোট ছেলে মানিক রায়ের কাছে গিয়ে চা খেয়ে ৬০টাকা নিয়ে বাড়ীতে যাবে বলে চলে যায়। এরপর থেকে তার আর কোথাও কোন খোঁজ খবর পাওয়া যায় না।
পরেরদিন ২য় মাকে সঙ্গে নিয়ে নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন। এরপর বহু জায়গায় খোঁজ করে কোথাও সন্ধান পায় না তারা।
(১১জুলাই) সকালে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের শেষ সিমানা এবং মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শুরু হিন্দুবাঘা মেলা বেইলী ব্রীজের পার্শেই শিকারপুরের একজন ঘাঁষ কাটতে এসে দুর্গন্ধ অনুভব করে একটু কাছে গিয়ে একটি মানুষের লাশ দেখতে পেয়ে জানা জানি করে, এতে লওহাটা তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানায় খবর দিলে অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার ও লওহাটা পুলিশ ফাড়ির আই,সি সঙ্গীয়পুলিশসহ সেখানে উপস্থিত হন। সোশাল মিডিয়া ফেইসবুকে অনেকে অজ্ঞাত লাশের খবর ছড়িয়ে দিলে খবর পেয়ে সুবোল রায়ের ছেলেরা এসে পরনের কাপড়,স্যান্ডেল দেখে এবং সেই বৃহস্পতিবারে তাদের বাবাকে দেওয়া ৬০টাকা পেয়ে সনাক্ত করতে সক্ষম হন তারা।
তাদের বাবার সাথে কাহারো কোন দন্দ বা কাহারো সঙ্গে শত্রুুতা আছে কি-না জানতে চাইলে তারা জানান, পার্শেই বলিহারে তার বাবা ২য় বিয়ে করেছে এখানেই তার বাবার ২য় শশুড়বাড়ী এবং এই এলাকায় কয়েক জনের সাথে তাদের বাবার ব্যাবসায়ীক লেন-দেনও আছে। তবে সবকিছুই এখন অন্ধকারের মধ্য। কোন কিছুই এখন বলা যাবে না বলে জানান। ব্যাবসায়ীক লেন-দেন কি কেহ অস্বীকার করেছে,এমন প্রশ্নে তারা বলে, না তা কেহ অস্বীকার করে নাই। তারা বলেন, নিরাপরাধ ব্যাক্তিরা যেন হয়রানীর স্বীকার না হয়, সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী বা অপরাধীর তারা শাস্তির দাবী জানান।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ১১টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এবং প্রাথমিক সুরত হাল রির্পোট জন্য ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া মৃত্যু রহস্য উদঘাটন সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান