টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য বিতরণ
শেরপুর জেলা প্রতিনিধি ঃ মজনু মিয়া
শেরপুর সদর ধলা ইউনিয়নে ০২/০৬/২০২২ ইং তারিখে রোজ শনিবার টিসিবি কর্তৃক তৃতীয় ধাপে ন্যায্য মূল্যে সাধারণ জনগনের মাঝে পণ্য বিতরণ করা হয়। এসময় পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেনাজ ফেরদৌস, ধলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন, ধলা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার জনাব মোঃ শরাফ উদ্দিন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জনাব মোঃ জয়নাল আবেদীন ও ইউপি সদেস্য বৃন্দ। উক্ত পণ্য বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেনাজ ফেরদৌস ও ধলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন জনগণের মাঝে প্রতি লিটার, ১১০ টাকা দরে দুই লিটার তৈল, ৬৫ টাকা দরে এক কেজি মসুর ডাল এবং ৫৫ টাকা দরে এক কেজি চিনি তোলে দেন। বর্তমান বাজারে তেল ও অন্যান্য জিনিসের দাম আকাশ চুম্বি হওয়ায় ন্যায্য মূল্যে পণ্য পেয়ে সাধারণ জনগণের মাঝে খুশির আমেজ বিরাজ করে। সকাল ০৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত ধলা ইউপি ভবনে সারাদিন অবধি পণ্য বিতরণ করা হয়েছে।পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন জান্নাত ট্রেডার্স এর প্রোঃ মোঃ নজরুল ইসলাম জনগণের মাঝে অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।