গোয়াইনঘাটের বিছনাকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সিলেট প্রতিনিধিঃ-
স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট গোয়াইনঘাটের বন্যার্তদের মাঝে মানবিক নাজমা খানম নাজু বিছনাকান্দি এলাকায় বন্যায় কবলিত অসহায় ৬২পরিবারের মাঝে দ্বিতীয় বারে মতো ত্রান সামগ্রী বিতিরন করেছেন । এর আগে তিনি শুকনা খাবারও বিতরন করেন। পাশাপাশি তিনি সব সময় বন্যা কবলতি মানুয়ষর খুজ খবর নিচ্ছেন এবং তিনি প্রয়োজন হলে আর ত্রান সামগ্রী বিতরন করবেন বলে আশ্বস্ত করেন ।নাজমা খানম নাজু বলেন আমার বন্ধুদের সহযোগিতা নিয়ে আমি ত্রান সামগ্রী বিতরন করেছি তিনি আর বলেন এসব এলাকায় আগে কিংবা এখনও কেউ কোন ত্রান নিয়ে আসেনি। তার এমন মানবিক কার্যক্রমে বানভাসি মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।অনেকেই স্বাচ্ছন্দ্যে ত্রাণের ব্যাগ হাতে নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলছেন।