তৃনমূলে এগিয়ে আছেন সাজু।
ময়মনসিংহ থেকে শিব্বির আহমদের প্রতিবেদন।
বেশ সরগরম অবস্থা চলছে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা আওয়ামী লীগের সম্মেলন কে ঘিরে। আগামী পহেলা জুলাই ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলন।
তাই চারিদিকে প্যানায়, গেইট,ও তোড়নে ছেয়ে গেছে প্রার্থীদের।
অনেকটা সবার রাতের ঘুম হারাম করার মতো। কারো নেই নিস্তার একটুকুও।
নীরব লড়াইয়ে সবাই চায় নিজের অবস্থান ঠিক রাখতে। সমীক্ষায় দেখা যাচ্ছে তৃনমূলের নেতাকর্মীরা নীরবে ইমাম হোসেন সাজুকেই পছন্দের পাল্লা ভারী করেছেন।
তৃনমূলের নেতাকর্মীরা (নাম প্রকাশে অনিচ্ছুক), — বললেন আবার ত্যাগী নেতাদের প্রয়োজন।
সাজু ভয়াবহ করোনাকালীন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।
বিনিময় মূল্য তেমন কিছু চায়নি। তাই এবার সাজুকে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারন- সম্পাদক হিসাবে তৃনমূল নেতাদের পাশে পেলে আমরা সবাই উপকৃত হবো।
আমাদের দৃষ্টিকোণ থেকে নীরবে এগিয়ে আছেন। আমাদের তৃনমূল এই নেতা ইমাম হোসেন সাজু ।