আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যাতহবিল সংগ্রহের শেষ দিন আজ
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।
বন্যাদুর্গত এলাকায় সিলেট সুনামগঞ্জসহ কুড়িগ্রামসহ সারা দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ত্রাণ দিয়ে সহায়তা করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রান বা অনুদান নয় একজনের ভালবাসা অারেক জনের নিকট পৌঁছে দেওয়াই আমাদের সক্রিয় প্রচেষ্টামাত্র। যা কিনা এ-পর্যন্ত অনুদানের পরিমাণ ইতিমধ্যে হাজার টনের মত।
বন্যাতহবিল সংগ্রহের শেষ দিন আজ ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত সমাপ্তির ঘোষণা দেন আস সুন্নাহ ফাউন্ডেশন। বৃহত্তর সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশন (As sunnah Foundation)-এর ত্রাণ তহবিলে অর্থ প্রেরণের দিন শেষ।কিন্তু এরপরেও কেউ যদিও এ তহবিলে অনুদান জমা হলে সেটা পরবর্তী বন্যায় ব্যয় করা হবে ইন-শা-আল্লাহ।
উল্লেখ্য, গত রাত ১০টি ট্রাক ভর্তি মালামাল বিভিন্ন জেলায় পাঠানো হলো। (২ ট্রাক বগুড়ার সারিয়াকান্দি যমুনার, ১ ট্রাক গাইবান্ধায়, ৪ ট্রাক সুনামগঞ্জে, ৩ ট্রাক সিলেটে।)
তার আগের রাতেও ৯ ট্রাক মালামাল পাঠানো হয়েছে (৪ ট্রাক নেত্রকোণার জন্য,১ট্রাক কুড়িগ্রাম,৩ট্রাক সিলেট,১ট্রাক মৌলভীবাজারের জন্য)।
যারা আর্থিকভাবে শরীক হয়েছেন, যারা সময় ও শ্রম দিয়েছেন মহান আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন।
ঈদের আগে বন্যা দুর্গত এলাকায় ৩০০ টন চাল বিতরণ এবং ঈদের পর পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে ইন-শা-আল্লাহ।
ত্রাণ কার্যক্রমে আপাতত আর কোনো স্বেচ্ছাসেবক প্রয়োজন নেই। কাউকে না আসার জন্য অনুরোধ করছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মুখপাত্র এ কথা জানিয়েছেন।