বন্যার্তের সেবায় বিদ্যানন্দ ভ্রাম্যমান হাসপাতাল।
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।
বন্যার্তের সেবায় বিদ্যানন্দ ভ্রাম্যমান হাসপাতাল চালু করেছে । ত্রাণের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সেবা যেমন দরকার তেমনি জরুরি। তাই বিদ্যানন্দের উদ্যোগে হাসপাতাল ডাক্তার-নার্সের সক্রিয় সমন্বয়ে বানভাসিদের দোরগোড়ায় হাজির হয়েছে।
আজ শনিবার (২৫জুন) বিদ্যানন্দের পেজে বন্যার্তের সেবায় ভ্রাম্যমান হাসপাতালে সেচ্ছাসেবী,কার্য্যক্রম, সহায়তায় ও প্রয়োজনীয়তায় জরুরি অাবশ্যক বলে দাবি করেন।
জীবন বাঁচা মরার লড়াইয়ে বাস্তব রূপ খুবই করুণ ও ভয়াবহ। লাখ লাখ টাকা ঔষধও যুক্ত হয়েছে আপনাদের দেয়া অনুদান ও সহায়তায়।হাসপাতালে পরিণত করা হয়েছে এক ট্যুরিষ্ট নৌকাকে। বন্যায় হাজার শিশু স্বাস্থ্য ঝুঁকিতে,পানিবাহিত রোগ বাদেও অপুষ্টিতে ভুগছে মানুষ।চিকিৎসায় অনুদান আসে না তেমন, তাই আপনাদের সাহায্য খুব প্রয়োজন।