কালিয়ায় ইউনিয়ন ভূমি অফিসের পিয়নের যোগসাজশে সরকারি গাছ বিক্রির অভিযোগ।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া অরুনিমা ইকোপার্ক সংলগ্ন রাস্তার পাশে সরকারি গাছ খাশিয়াল ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন জাহিদের যোগসাজশে বিক্রয়ের অভিযোগ উঠেছে পানিপাড়া গ্রামের মজিবর মোল্যার ছেলে লিটুর বিরুদ্ধে। চলতি মাসের ৪ জুন সরেজমিনে গেলে জানা যায়, রাস্তার পাশের ৩টি শিশু গাছ ও ২ টি সিরিজ গাছ আনুমান অর্ধলক্ষ টাকা মূল্যে বিক্রি করেছেন স্থানীয় গাছ ব্যাবসায়ী ফারুক মোল্যার নিকট। বিষয়টি খাশিয়াল ভূমি অফিসের পিয়ন জাহিদ জানতে পেরে সরেজমিনে গিয়ে গাছ কাটতে বাঁধা দেন এবং উপর মহলে বিষয়টি জানাবেন বলে সাংবাদিকদের প্রতিশ্রুতি দেন। কিন্তু উপর মহলে না জানিয়ে গাছ বিক্রেতার সাথে গোপনে আতাত করে ওই গাছ সড়িয়ে নিতে সহায়তা করেন তিনি। এ ছাড়া ওই পিয়ন জাহিদ সাংবাদিকদের সম্পর্কে সরাসরি ও সোসাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং গাছ বিক্রেতা তার বিয়াই হয় বলে নিউজটি না করার জন্য হুমকি দেন।
এ বিষয়ে গাছের ব্যপারী ফারুক মোল্যার সাথে বাঁধা দেওয়া গাছ সরানোর ব্যপারে কথা হলে তিনি জানান, ভূমি অফিসের পিয়ন জাহিদের সাথে মিমাংসা করে সরিয়ে নিয়েছেন।
খাশিয়াল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা সঞ্জিত কুমার রায় বলেন, পানিপাড়া গাছ কাটার বিষয়ে জাহিদ আমাকে কিছুই জানায়নি। আপনাদের কাছ থেকে বিষয়টি জানতে পারলাম। সরেজমিনে গিয়ে বিষয়টি উপর মহলে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।