নওগাঁর মান্দায় উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধি ইতিমুনি-
নওগাঁ জেলার মান্দা উপজেলায় মান্দা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
সোমবার (২০শে জুন) উপজেলা প্রেসক্লাবের গ্রাউন্ড ফ্লোরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ সম্রাট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী সেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মন্ডল, আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ব্রহানী সুলতান মাহমুদ (গামা), মান্দা থানার তদন্ত অফিসার মেহেদী মাসুদ, মির্জা মাহবুব বাচ্চু (বেগ), আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন।
মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুসুম্বা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ডাক্তার একরামুল বারী টিপু, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান (মকে),মান্দা উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলতাব হোসেন,সত্যেন বাবু, মান্দা উপজেলা ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা। মান্দা উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জমকালো এ অনুষ্ঠানে সকল সাংবাদিকদের বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশ করা সহ সত্য সংবাদ প্রকাশ করতে উৎসাহ দেন বক্তারা। এ সময় সাংবাদিকদের কিছু দাবী পূরণের আশ্বাস ও সুপরামর্শ দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম মন্ডল।