কুড়িগ্রামের মোগলবাসায় প্রচন্ড স্রোতে বসতভিটা বিলীন হচ্ছে কাঁদছে মানুষ
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কয়েকদিনের টানা ভাড়ি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢল নামায় প্রচন্ড স্রোত দেখা দেওয়ায় ধরলা নদীর ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছে। কয়েকটি বাড়ি হুমকির মুখে শতাধিক পরিবার। দফায় দফায় ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একটি পুরাতন গ্রাম। সরেজমিনে আজ ১৭ জুন শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চড়সিতাঝাড় (নয়ারহাট) তেলিপাড়া গ্রামে। ধরলা নদীর পুরাতন শাখা বর্তমান ইউপি সদস্য লোকমান আলীর বাড়ি সংলগ্ন প্রচন্ড স্রোতে রাস্তাসহ পাঁচটি ঘরবাড়ি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন সংলগ্ন বাড়িগুলো আসবাবপত্র গরু ছাগল নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙ্গনের শিকার ইদ্রিস আলী জানান আমার ঘর বাড়ি একটু আগে পার্শ্ববর্তী মকবুলের আঙ্গিনা নিয়ে নিয়ে গেছি। একই গ্রামের তাজুল ইসলাম, তাজেল মিয়া, বাচ্চু মিয়া, জোনাব আলী, মুজিবুর রহমান সহ অনেকে জানান গতরাত থেকে এখানে ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতেই ব্যাস্ত তারা। আরো জানান গতবছরও এখানে প্রচন্ড ভাঙ্গন হলে কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে যায়। বাচ্চু মিয়া আকুতি করে জানান কোথায় যাব তার ঠিকানা পাচ্ছিনা এ পর্যন্ত কেউ কোনো খোঁজখবর নেয়নি। ইউপি সদস্য লোকমান হোসেন জানান সরকারিভাবে ভাঙ্গনরোধে স্থানীয় সমাধানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন। ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান আগামীকাল শনিবার সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে।##