নবীজিকে কটুক্তি করায় থেমে নেই ময়মনসিংহ ষ্টেশন রোডের ব্যাবসায়ীরা।
ময়মনসিংহ থেকে শিব্বির আহমদের একটি প্রতিবেদন।
প্রিয় নবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে ভারতের বিজেপি নেতা ও নুপুর শর্মা কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ময়মনসিংহ শহরের ষ্টেশন রোডের ব্যাবসায়ীরা প্রতিবাদ মিছিল বের করে।
বিশ্বনবীকে অপমান করায় তারা কোনক্রমেই মেনে
নিবেন না।শহরে ব্যাবসায়ীরা এক ব্যাপক মিছিল নিয়ে ষ্টেশন রোড থেকে টাউন হল মোড় পযর্ন্ত নবীজির কে অপমানে প্রতিবাদে প্রতিবাদে মুখরিত করে তোলে।
ব্যাবসায়ীদের দাবী নুপুর শর্মা ও বিজেপি নেতার দ্রুত শাস্তি দাবী করেন।
“বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন।
মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন।”
এই আওয়াজে আওয়াজে পুরো নগরী কেপে উঠেছে।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবের অপমানে সবার মন কেদে উঠেছে। মিছিলে ময়দানে চোখের পানিও ঝড়িয়েছে এই ব্যাবসায়ীরা।