বায়োফর্টিফাইড ধান,গম ও মসুর এর উপকারিতা এবং চাষাবাদ কলাকৌশল শীর্ষক
(BIeNGS) .
উঠান বৈঠক
শেরপুর জেলা প্রতিনিধি : মজনু মিয়া।
উন্নত দেশ ও উন্নত জাতি গঠনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান জিংক এর বিকল্প কিছু নেই। এখন ভাত, রুটি ও ডালের মধ্যেও পাওয়া যাবে শরীরের প্রয়োজনীয় উপাদান জিংক। নিম্ন আয়ের লোকদের জিংকের অভাব পূরণের জন্য IFPRI-HarvestPlus কতৃক বোরো ও আমন মৌসুমে চাষ উপযোগী জিংক ধানের জাত সমূহের সুফল ব্যাপক প্রসারতা লাভ করেছে।
১২ জুন ২০২২ ইং তারিখে এ সফলতা অর্জনের লক্ষ্যে BIeNGS প্রজেক্ট কতৃক আয়োজিত শেরপুর সদর থানার ধলা ইউনিয়নের কোহাকান্দা দিকপাড়া সবুজের বাড়ি এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিনিউটি সম্প্রসারণ সুপারভাইজার (CES) জনাব মোঃ আওয়াল এবং কমিনিউটি সম্প্রসারণ ফ্যাসিলিটর (CEF) জনাব মোহাম্মদ মজনু মিয়া এবং এলাকার গর্ভবতী, দুগ্ধদানকারী মহিলা ও সাধারণ মহিলা।
অনুষ্ঠানে সকল মহিলাদের মাঝে জিংক এর অভাবে যে সকল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তা এবং চাষাবাদ এর কলাকৌশল নিয়ে আলোচনা করেন। জিংক খাবার গ্রহণের সুফল তুলে ধরে বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গর্ভবতী মায়ের জিংকের অভাব পূরণ করে,জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়ে খাটো হয় না,ক্ষুধা মন্দা দূর হয় এবং শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়।
বিগত দুই বছর যাবত শেরপুর সদরের প্রতিটা ইউনিয়নে এ ধান চাষাবাদ করা হচ্ছে এবং এর সুফল প্রতিটা কৃষকের মাঝে সমাদৃত হয়েছে ব্যাপক হারে। মানুষিক বিকাশের জন্য এ খাবারের বিকল্প নেই। তাই জিংক সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, উন্নত দেশ গঠনে জাতির মেধার বিকাশ ঘটান। এ সকল আলোচনার মাধ্যমে উক্ত উঠান বৈঠক শীর্ষক আলোচনার কাজ সমাপ্ত করা হয়। বাস্তবায়নে ঃ IFPRI-HarvestPLus