কালীগঞ্জে পুলিশ এ্যাসাল্টসহ একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট।
লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের কালীগঞ্জে মাদক কারবারির ছুড়িকাঘাতে পুলিশের দুই এ.এস.আইসহ চারজন আহতের ঘটনায় মাদক সম্রাট তোফাজুল হোসেন তোফাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাকে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা হতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়। পরে আজ রবিবার গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল।
এর আগে গত ১২ মে/২২ বৃহস্পতিবার কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় পুলিশের অভিযান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় রংপুর-কাকিনা মহসড়কের উপর কালীগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করাকালে ঢাকা মেট্রো-গ ১১-৫১১২ নাম্বারের একটি প্রাইভেটকার কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পরে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ির চালক ও তার এক সহযোগী প্রাইভেটকার থেকে বের হয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র মারা শুরু করে। এ সময় তাদের অস্ত্রের আঘাতে কালীগঞ্জ থানা পুলিশের এ.এস.আই মোঃ শাহজাহান এবং এ.এস.আই মোঃ মমতাজ আহত হয়। পরে ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে আসলে চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের পুত্র মোঃ মজমুল ইসলাম ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল খালেক মাদক কারবারীদের ছুড়ির আঘাতে আহত হয়। পরে ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও তার সহযোগীরা পালিয়ে গেলে পুলিশ আটক প্রাইভেটকারটি তল্লাশি করে ১৮০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। সেই মাদক মামলায় গত শনিবার বিকেলে অভিযান চালিয়ে মাদক সম্রাট তোফাজুল হোসেন তোফাকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, মাদক ব্যবসায়ী তোফা দীর্ঘ দিন হতে প্রকাশ্যে ফেন্সডিল, গাঁজা হিরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিল ওই এলাকায়। এরই ধারাবাহিকতায় কালীগঞ্জ থানা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালায় তাকে আটকের জন্য। কিন্তু এ প্রভাবশালী মাদক সম্রাট তোফা পুলিশকে ফাঁকি দিয়ে সে সময় পালিয়ে যায়।
আটক মাদক ব্যবসায়ী তোফাজুল হোসেন কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের মৃত আহম্মেদ হোসেনের ছেলে এবং কালীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা আসামী বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম গোলাম রসূল বলেন, মাদক ব্যবসায়ী তোফাজুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।