ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসুল ( সাঃ) কে কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে নিদ্রা জানানোর দাবিতে -বিক্ষোভ মিছিল
ছাত্র জমিয়ত বাংলাদেশ ত্রিশাল উপজেলার শাখার উদ্যোগে বিজেপি নেতা কর্তৃক রাসুল (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবিেত ” বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১০ জুন ) ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে সরকারি নজরুল ডিগ্রি কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ত্রিশাল উপজেলা সভাপতি আজিজুল হক তালহার সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক গাজী আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা সরকার কে সাধারন জনগনের পাল্স বুঝে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি ইকরামুল হক, উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল আজিজ, ময়মনসিংহ জেলা শাখার কলেজ বিশ্ববিদ্যাল সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন সরকার, দফতর সম্পাদক ফয়জুর রহমান জুবায়ের, ত্রিশাল উপজেলা যুবদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সালেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন সহ
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র জমিয়তের প্রতিনিধি এবং বিভিন্ন স্থরের কর্মীবৃন্দ। এছাড়া ও উপজেলার বিভিন্ন ইসলামিক সংগঠন প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।