বিশেষ প্রতিবেদক ::সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ২ নং পশ্চিম জাফলং মরা পিয়াইন (সাতবাখ নদী) দাড়ি খেল মসজিদের পশ্চিম, আহার কান্দি,লাটি,কালিজুরি,প্রতাপপুর, ডালার পার, থেকে গত কয়েক দিন থেকে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি সংঘবদ্ধ চক্র। সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এসব এলাকায় জোরপূর্বক ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বড়ধরনের হুমকির মূখে পড়েছে উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো।
নদী তীরবর্তী গ্রামবাসীর অভিযোগ- সঙ্গবদ্ধ চক্র রাত ১২টা বাজার সাথে সাথে রাতের আধাঁরে এসকল প্রতিটি স্পটে ৪০/৫০ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন কয়েক লক্ষ টাকার বালু লুটপাট করা হচ্ছে। বালু উত্তোলনকারী প্রতারক সঙ্গবদ্ধ চক্রের কারনে এসব এলাকার পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে। নদীর তীরে ফাটল ধরেছে। বালু উত্তোলন কারণে যখন তখন নদী তীরবর্তী গ্রাম তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী মহল হওয়ার তাদের অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কেউই প্রতিবাদ করতে চায় না। নীরবে তা সহ্য করে।
গত কাল মঙ্গলবার রাতে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়, মড়া পিয়াইন (সাতবাখ নদী ) দাড়ি খেল মসজিদের পশ্চিমে ও আহার কান্দি,লাটি,কালিজুরি,প্রতাপপুর, ডালার পার, ৪০/৫০ টি ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সঙ্গবদ্ধ চক্র। পুলিশের টাকা উত্তোলন করে প্রতি নৌকা মাতে ১৫০০ টাকা করে সুনামিয়া ( হুনা মিয়া) পাকি পিতা মৃত্যু হরযান আলী জুনাব আলি উভয়ের গ্রাম দারিখেল (হাওয়ার)
বিষয়টি জানেন না গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল দেব। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিষিদ্ধ বলে তিনি বলেন- এ বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে