ঝিনাইদহে পৌর নির্বাচনে নৌকার প্রার্থিতা ফিরে পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য
তরিকুল ইসলাম তারেক: ঝিনাইদহ পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পার্থী আব্দুল খালেকের প্রার্থীতা ফিরে পাবার খবরে ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা শহরের প্রতিটি নির্বাচনী ক্যাম্পে নিজেদের অবসস্থান জানান দিচ্ছে। শহরে নৌকার পক্ষে মাইকিং বের হয়েছে। নতুন উদ্যমে শুরু হয়েছে প্রচার প্রচারনা। নেতা কর্মীরা জানান, আমরা আশাবাদী ছিলাম আমাদের নেতা আব্দুল খালেক তার প্রার্থীতা ফিরে পাবে। প্রার্থীতা ফিরে পাওয়ার খবরে আমরা আনন্দিত গোটা ঝিনাইদহ। পাল্টে গেছে ঝিনাইদহের দৃশ্যপট। বইছে নির্বাচনী আমেজি হাওয়া। বন্ধ থাকা প্রচারণায় দুই দিন কাটিয়ে নিতে চলেেছ বাড়তি প্রস্তুতি। প্রতিটি ওয়ার্ড, পাড়া, মহল্লায় নেতাকর্মীদের সাথে চলতে মতবিনিময়। ঝিনাইদহ নতুন জেল খানার সামনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নূর এ আলম বিপ্লব বলেন, ‘১৫জনু আব্দুল খালেকের বিজয় মানে নৌকার বিজয়, দেশ রত্ন শেখ হাসিনার বিজয়, বাংরাদেশের বিজয়। এর এই বিজয় ছিনিয়ে আনতে আমার সকলভাবে প্রস্তুত আছি। তিনি আরো বলেন, যারা যাতাকের মাংশ দিয়ে ভোট নিতে চাই তাদের স্বপ্ন কোন দিন পূরন হবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাহমুদুল ইসলাম ফোটন, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, অমিয় মজুমদার অপু সহ ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সকলে আগামী ১৫ জুন নির্বাচনে নৌকার বিজয় করার জন্য প্রতিজ্ঞাব্ধ হন।