জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ লাল
মিজানুর রহমান, মিজান: ১৫ জুন ঝিনাইদহ স নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে পুরোদমে। ১৬ নং সুরাট ইউনিয়ন স্বতন্ত্র (মোটর সাইকেল মার্কার) চেয়ারম্যান পদ প্রার্থী রাজু আহমেদ লাল। এলাকাতে তার নিজের অনুকূলে আনার লক্ষ্যে দিন রাতে মাঠে নেমেছে প্রচার প্রচারনায়। একাধিক সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান লাল সম্প্রতি তার এলাকায় এখন থেকে সময় দিচ্ছে। নির্বাচনের পূর্ব মুহুর্তে প্রচার প্রচারণা ও পরিচিতি লাভ করার জন্য ব্যাপক ভাবে গনসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। গ্রামের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য যে তিনি করোনা নামক মহামারীতে অসহায়, ক্ষুধার্ত মানুষর পাশে থেকে আর্থিক ভাবে সহযোগীতা করে এলাকার বহু মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে। নির্বাচন সামনে ছোট ছোট আয়োজনের মাধ্যমে ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে। গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা, এলাকায় চলছে নির্বাচনী হাওয়া। স্থানীয় এলাকাবাসীরা জানান, লাল একজন তরুণ প্রজন্মের মধ্যে সৎ, ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে, দুঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক, পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ লালের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি সুরাট ইউনিয়নের সকল মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।