সংঘবদ্ধ ডাকাতচক্র অস্ত্রসহ গ্রেফতার ০৯
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।
সিএমপি আকবরশাহ থানার অভিযানে একাধিক মামলা আসামি,আগ্নেয়াস্ত্র,কার্তুজ,বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্রসহ কাজে ব্যবহৃত গামছা উদ্ধার,০২ প্রাইভেটকার আটক,গ্রেফতার ০৯।
পুলিশ সূত্রেজানা যায়, আকবরশাহ থানা পুলিশ অদ্য সোমবার (০৬জুন)২২ইং গভীর রাতে নগরীর জাকির হোসেন রোডস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, কার্তুজ,দেশীয় অস্ত্র-শস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত গামছা সহ ০৯ জনকে গ্রেফতার করে। এসময় দুস্কৃতকারীদের ব্যবহৃত সবুজ রঙের প্রাইভেট কার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১২-৩৬৫৫ এবং সাদা রঙের প্রাইভেট কার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ক-০২-১৮৯২ আটক করা হয়।
সংঘবদ্ধ উক্ত চক্র চট্টগ্রাম মহানগরীসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রাইভেট কার নিয়ে ঘুরে বেড়ায়। তাদের একজন ড্রাইভার ও অন্যারা যাত্রী সেজে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠিয়ে পথিমধ্যে যাত্রীর সর্বস্ব লুটে নিয়ে যাত্রীর চোখে মলম লাগিয়ে নামিয়ে দেয় কোন নির্জন স্থানে। সড়ক-মহাসড়কে তারা প্রতিনিয়তই চুরি/ছিনতাই/ডাকাতি করে বেড়ায়। তারা গরু চুরিসহ বাসাবাড়িতেও চুরি/ডাকাতি করে থাকে।
তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী, আনোয়ারা,বোয়ালখালী,সাতকানিয়া,পটিয়া, কোতোয়ালি,হালিশহর,আকবরশাহ থানা,ফেনী জেলার ফেনী সদর,ছাগলনাইয়া ও সোনাগাজী থানা এবং চাঁদপুর জেলার হাজিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা।