★অবলম্বনের★
সভাপতি সাকিব- সাধারন সম্পাদক শিপন।
ময়মনসিংহ থেকে শিব্বির আহমদের একটি প্রতিবেদন।
অবলম্বন একটি সেচ্ছাসেবী আর্তমানবতার নতুন পতাকা।
বিষয়টি অনেকটা সারাবাংলায় সাধুভাত দিয়ে অভিনন্দিত করার মতো।
ময়মনসিংহ জিলাস্কুলের ১৯৯২ এস এস সি ব্যাচের বন্ধুরা মিলে অসহায় সহায় সম্বলহীনদের জন্য বিগত দু’বছর যাবত পরিকল্পনা করে আসছিলো। শেষ পর্যন্ত বিগত বছর থেকে অনেকটাই পরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দিতে পেরেছে।
বন্ধুরা মিলে এমন মহতি উদ্দোগ নিতে আজকাল খুব কম দেখা যায়।
বিগত একবছর তারা পুঁজি হিসাবে জমিয়েছে তাদের শিশুবেলার স্মৃতি। যেনো কেউ কাউকে ছেড়ে চলতে পারেনা।
এমন আত্মীক সম্পর্ক। মা- বাবা ভাই- বোনের পরেই তারা অনুধাবন করে তাদের বন্ধুত্বের বন্ধনের কথা।
তাই বন্ধুরা একটা নিয়ম তান্ত্রিক পরিবেশ তৈরী করে আজ প্রাতিষ্ঠানিক রুপে পরিনত হতে পেরেছে।
★অবলম্বন★
এখন সরকারের দ্বারপ্রান্তে।
এই প্রাতিষ্ঠানিক রুপ নিতে সবার সম্মতিক্রমে-
সভাপতি হিসাবে একবাক্যে নাজমুস সাকিব কে সভাপতি, শফিকুল আলম শিপন কে সাধারন-সম্পাদক হিসাবে নির্বাচিত করে।
সহ- সভাপতি হিসাবে রয়েছে মাহমুদুল হাসান রবিন,
ট্রেজারার হিসাবে মন্জুরুল আলম মন্জু কে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া যারা বিশেষভাবে সহযোগীতা করবে উপদেষ্টা পরিষদের হয়ে।
মোহিতউর রহমান শান্ত, ফারমার্জ আল নূর রাজিব, সুব্রত, ডাঃ মামুন, পার্থ, ডাঃ সুজন, বুলবলু, পাওয়ার, ও বাবু।
আর মিডিয়া পার্টনার হিসাবে সব সময় পাশে থাকবেন সময়ের পথ ও বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকে শিব্বির আহমদ।
১২০ জন বন্ধুদের স্বপ্ন সফল হোক সময়ের পথ ও সেই প্রত্যাশা করে সব সময়।