জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন: মায়রা সরকার দিয়া
বিনোদন
মায়রা সরকার দিয়া পুরো বাংলাদেশের একজন মডেল। আজ ১ই জুন তার জন্মদিন।
কিভাবে কাটছে তার জন্মদিন? মায়রা সরকার দিয়া বলেন, পরিবার এবং কাছের কয়েকজন বন্ধুর সাথে কাটাচ্ছেন এই দিনটি। এছাড়াও জন্মদিনের প্রথম কেকটি কেটেছেন বাবা-মায়ের সাথে।
এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান দর্শকদের মডেল মায়রা সরকার দিয়া।
এ সুদর্শনা মডেল। বিশেষ এই দিনের প্রথম প্রহর থেকেই অসংখ্য ভক্ত ও অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মায়রা সরকার দিয়া।
মায়রা সরকার দিয়া প্রসঙ্গে — বীরমুক্তিযোদ্ধা মোঃ ছুন্নত আলী মল্লিক বলেন‚ আশা করি যে‚ হাসি‚ আনন্দ, সৌভাগ্য এই বছরটা’য় সর্বদা তোমার সাথে থাকে ! তোমাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি – শুভেচ্ছা ও অভিনন্দন