৮মামলার আসামী ছিনতাইকারী লুণ্ঠিতটাকাসহ গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ,চট্টগ্রাম প্রতিনিধি।
পুলিশ সূত্রে জানা যায়,সিএমপি কোতয়ালী থানার অভিযোগের ভিত্তিতে এসআই আরাফাত হোসেন অদ্য শুক্রবার (২০মে)২২ইং খুলশী থানা এলাকা হতে নজরুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে লুণ্ঠিত ৫২,৫০০টাকা সহ ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছোরাটিও উদ্ধার করে।
ভুক্তভোগী অভিযোগ করে যে,কোতোয়ালি থানাধীন লাভলেইন এলাকা হতে গত ২৬/৪/২০২২ ইং তারিখ পলাশ নামের এক ব্যাক্তির নিকট হতে অজ্ঞাত নামা ৩ জন ছিনতাইকারী টিপ ছোরার ভয় দেখিয়ে নগদ ৫২,৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়।
উক্ত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার সাথে থাকা অপর দু’জন ছিনতাইকারীর নাম,ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় সর্বমোট ০৮টি ছিনতাই মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।