লামায় সাড়ে ১০লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ কায়ছার উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফাইতং পুলিশ ফাড়িঁর কর্তব্যরত এস আই অপু দে, এএস আই মাসুদ, এএস আই নুর উদ্দিন সহ ফাইতং ফাঁড়ির পুলিশ।
আটককৃত কায়ছার উদ্দিন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন ২নং ওয়ার্ড জোইল্যা পাড়ার মৃত আব্দুস সোবাহানের ছেলে।(১৬ মে সোমবার) বিকাল সাড়ে ৬টায় ফাইতং বাঙ্গালী পাড়া
রাস্তা দিয়ে দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি চোলাই মদ পেলে পালিয়ে যায়। পরপর পুলিশ অভিযান চলমান রাখা হয় (১৭মে মঙ্গলবার ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফাইতং বাজার থেকে কায়ছার উদ্দিনকে আটক করা হয়।
ফাইতং পুলিশ ফাড়িঁর ইনর্চাজ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স দিয়ে অভিযান চালানো হয়, অভিযান চলাকালে সাড়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ পেলে আসামি পালিয়ে যায়, আজ কায়ছার উদ্দিনকে আটক করা হয়, তাকে আটকের সুযোগ বুঝে তার এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে লামা থানায় সোর্পদ করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানায়, কাল যারা মাদক পেলে পালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, লামা এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে লামা পুলিশ বদ্ধপরিকর।