সিএমপি কর্তৃক ডাটাবেজের সুফল পাচ্ছে সেবা প্রত্যাশীরা
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম প্রতিনিধি।
“আইস অব সিএমপি” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের সুফল পাচ্ছে সেবা প্রত্যাশীরা”
পুলিশ সুত্রে জানা যায়,অভিযোগ প্রাপ্তির পর কোতোয়ালি থানার এস আই ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করে আজ শুক্রবার (১৩মে)২২ইং তারিখে হারানো ব্যাগটি উদ্ধার করে ঊষা মজুমদারকে হস্তান্তর করা হয়।
জনৈক ঊষা মজুমদার(৫৬),জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। ঈদের ছুটিতে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। গত ৬মে ২২ইং ফেরার পথে নতুনব্রীজ থেকে সিএনজি করে লাভলেইনস্থ তার বাসায় পৌছান। বাসায় ঢুকেই লক্ষ্য করেন তার সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা,ব্যবহৃত কিছু স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিসপত্রের ব্যাগটি সিএনজিতে ফেলে এসেছেন। কিন্তু ততক্ষণে সিএনজি লাপাত্তা। দিশেহারা হয়ে কোতোয়ালি থানায় আসেন তিনি।
ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটি সনাক্ত করেন। পরবর্তীতে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন। এবং পরবর্তীতে হারানো ব্যাগটি উদ্ধার করে ঊষা মজুমদারকে হস্তান্তর করা হয়।