কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭ বছর পূর্তির অনুষ্ঠানে ডাঃ দীপু মনি
বুধবার (১১ মে) বেলা ৩ টায় ত্রিশালের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠা দিবস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন আলোচনা সভা অনুষ্ঠিত।
ডাঃ দীপু মনির আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বর্ণিল সাজে আলোকিত । শিক্ষামন্ত্রীকে বরণ করতে গাছে গাছে ফুল ফোটে প্রকৃতি ও সেঁজেছে আপন মহিমায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ রুহুল আমীন মাদানী এমপি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.এ.এস.এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড.মো. কাউসার আহাম্মদ,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার তিন বারের বর্তমান সফল মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।