নড়াগাতীতে আলোচিত রুকু শেখ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।
মোঃ হাচিবুর রহমান কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার চোরখালী গ্রামে ভগ্নিপতির শাবলের আঘাতে শ্যালক রুকু শেখের মৃত্যুর ৫ মাস পর থানা পুলিশ ও স্বজনদের প্রচেষ্টায় হত্যা মামলার একমাত্র প্রধান আসামী কুদ্দুস ফকিরকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। উন্নত প্রযুক্তি, সোর্স ও স্বজনদের প্রচেষ্টায় ৭ মে (শনিবার) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী কুদ্দুস ফকির ওই গ্রামের মৃত পরান ফকিরের ছেলে।
উল্লেখ্য গত বছরের ৩ ডিসেম্বর রুকু শেখ নদীতে গোসল করার উদ্দেশ্যে নদীত যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে কুদ্দুস ফকির লোহার শাবল দিয়ে এলো পাথাড়ি মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর তার মৃত্যু হলে ওই দিনই নিহতের স্ত্রী মোসাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, আটক পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।