বান্দরবান পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তার সুফল চাকমার নারী কেলেঙ্কারি
বান্দরবান রোয়াংছড়ি উপজেলা,আমার বাড়ি আমার খামার প্রকল্পের,পল্লী সঞ্চয় ব্যাংক এর কর্মকর্তা সুফল চাকমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।
২০১৭ সাল থেকে তিনি আমার বাড়ি আমার খামার রোয়াংছড়ি উপজেলায় কর্মরত আছেন। রাঙামাটির বাসিন্দা এবং বিবাহিত দুই সন্তানের জনক তিনি।গত কিছু দিন থেকে উক্ত কর্মকর্তার সাথে মাশৈখিং মারমা নামের এক নারীর সাথে নোটারীর পাবলিকের মাধ্যমে বিয়ে করার একটি কাগজ ছড়িয়ে পড়ে।
উক্ত নারী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হয়।এই সম্পর্কের বিষয় ঘিরে সমগ্র উপজেলা জুড়ে জ্বল্পনা কল্পনা চলছে। মাশৈখিং মারমা রোয়াংছড়ি উপজেলা ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে ৮নং ওয়ার্ড আমতলী পাড়ার বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে।
সূত্রের তথ্য থেকে জানা যায়,ইতিমধ্যে মাশৈখিং মারমা সামাজিক ভাবে অন্য এক যুবককে বিয়ে করে। বিবাহিত স্বামীর সংসারে ১০ দিন থাকার পর।স্বামীর সংসার ত্যাগ করে পিত্রালয়ে আশ্রয় নিয়ে আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে সুফল চাকমা ও মাশৈখিং মারমার সাথে একাদিক বার যোগাযোগ করা চেষ্টা করেও দুজনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা প্রকাশ হওয়ার পর দু’জনে লোকচক্ষুর আড়ালে চলে যায়।
আলোচিত এই সংবাদ গণমাধ্যম প্রকাশ না করার জন্য স্হায়ী সাংবাদিকদের ব্যবহার করছে এমন অভিযোগ ও-ই কর্মকর্তা সুফল চাকমার বিরুদ্ধে।