কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার( প্রতিনিধিঃ
শুক্রবার (৬ মে ) কুলাউড়া থানার এএসআই নিপ্রেশ দাশ সঙ্গীয় ফোর্সসহ সিআর-২২/১১ (বন) এর ৬ মাসের সশ্রম কারাদণ্ড সহ ৫০০০টাকা জরিমানা অনাদায়ে আর ও ১ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী শাহানুর মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শাহানুর মিয়া কুলাউড়া থানার গাজিপুর (গাংপাড়) এলাকার মৃত নূর মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।