“আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজে-ল্যাপটপ স্বর্ণালংকারসহ ব্যাগ উদ্ধার
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
” আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ ব্যবহার করে হারানো ল্যাপটপ, স্বর্ণালংকারসহ ব্যবহৃত ব্যাগ উদ্ধার
০৫ মে গাড়ির মালিক এবং চালকের সাথে যোগাযোগ করে হালিশহর এলাকা থেকে স্বর্ণালংকার, ল্যাপটপ সহ ব্যাগটি উদ্ধার পূর্বক ফিরিয়ে দেন মালিককে।
গত ০৩-০৫-২২ইল ১৪:০০ঘটিকা থেকে ১৫:০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে আত্মীয়ের বাসায় বেড়াতে জনাব মোঃ রায়হান উদ্দিন স্ব-পরিবারে সিএনজি নিয়ে নন্দনকানন এলাকায় আসেন। ড্রাইভারকে ভাড়া দেয়ার পর ভুলবশত: সাথে থাকা ব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান। রায়হান সাহেব যতক্ষণে ব্যাগের কথা স্মরণ করেন ততক্ষনে সিএনজি চালক সিএনজি নিয়ে চলে যান।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে রায়হান সাহেব আসেন কোতোয়ালি থানায়। তাৎক্ষণিক এস আই মেহেদী হাসান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই সাইফুল ইসলাম অভিযানের নামে। ৩২টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে ল্যাপটপ সহ ব্যাগটি উদ্ধার পূর্বক ফিরিয়ে দেন মালিককে।