“গরীবের ঈদ”
মোহাম্মদ মাসুদ
ঈদ যায় ঈদ আসে
যাঁদের আছে তাঁরাই হাঁসে,
যাঁদের নেই তাঁরাই কাঁদে
সৎ-সরলেরা পড়ে ফাঁদে।
সৎ পথে বাড়ে দুর্গতি
বাড়ছে কেবল দুর্নীতি,
সোজা পথে হয়না উন্নতি
অসৎ পথে হয় লাখপতি।
ধনীর ধন লাফিয়ে বাড়ছে
গরীবেরাই কেবল মরছে,
বিপদে-কষ্টে দিন যায় দিন আসে
অভাব হয় না পূরণ বছরে কি মাসে।
লোকদেখানো নেতারা আজ
সাজে নামকাওয়াস্তে সেবক,
স্বার্থ অর্থের বিনিময়ে নয়-ছয়ে
দেশ-জনতা’কে দেয় মিছে ছবক।
ঈদ যায় ঈদ আসে বছরের পর বছর,
জমে শুধু দমেদমে দুঃখকষ্টের আসর
মিটে না মিটল না গরীবের জীবনের সখ
বলে না কেউই তাঁদের ঈদ মোবারক।
দেয় না কেউই ঈদ আনন্দ শুভেচ্ছা
অভিনন্দন উপহারে নতুন জামা ফ্রক।
খেয়েপরে বেঁচে থাকা এটাই মূলমূখ্য,
গরীব হয়ে জন্মেছি বলে তাই দুর্ভাগ্য।
গরীরে আবার ঈদ কিসের?
থাকতে নেই কোন স্বপ্ন সুখ-সখ।
ফিরে পায় না অধিকার বাস্তবে হক
যাঁদের আছে তাঁরা-তো হাঁসবেই
যাঁদের নেই তাঁরা-তো কাঁদবেই
সৎ-সরলেরা ফাঁদে-তো পড়বেই
গরীবরা-তো চোখের পানি-তো মুছবেই।