ঈদে পথহারানো ৩কন্যা শিশুকে উদ্ধার-আকবরশাহ থানা।
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
লক্ষীপুর জেলার রামগতি থানা এলাকা হতে ঈদের দিন বেড়াতে বের হওয়ার পর পথহারা ০৩ কন্যা শিশুকে আকবরশাহ থানা এলাকা থেকে উদ্ধার করে প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর।
পথ হারিয়ে তিনজন শিশু গত ০৩/০৫/২০২২ খ্রিস্টাব্দ দুপুর ১২.০০ ঘটিকায় তাদের ফুফুর বাড়ি থেকে বেড়ানো শেষে নিজ বাড়িতে যাবার পথে ভুলক্রমে চট্টগ্রামের বাসে উঠে যায়। চট্টগ্রাম একেখান মোড়ে বাস থেকে নেমে শিশুরা কান্নাকাটি শুরু করলে তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নেয় এবং শিশুদের অভিভাবগণকে সংবাদ প্রদান করে। পরবর্তীতে শিশুদেরকে তাহাদের প্রকৃত অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।