মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের ঈদ সামগ্রী বিতরন সম্পন্ন
সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর ৯ নং ওয়ার্ডের বাগবাড়ি শিশুসদন রোডের আল্লাহর দান( আফতারা প্যালেস) বাসা থেকে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট এর উদ্যেগে আজ ০২ মে সোমবার বিকেল ৩ ঘটিকায় বাগবাড়ী শিশুসদন রোড,বাগবাড়ী নরশিংটিলা ও পশ্চিম কাজলশাহ এলাকার ২৮০ পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরন করেন।
সাদির হোসেনের পরিচালনায়,সভাপতিত্ব করেন মঈনুল হক চৌধুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর এ,কে লায়েক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন, ইঞ্জিনিয়ার কাজী রফিকুর রহমান,প্রবাসী আরিজ খান, মোহাম্মদ কামরুজ্জামান দিপু,সুমনুর রশিদ সুমন,বাবুল আহমদ বাবলা,সাব্বির আহমদ আজাদ,সেলিম আহমদ, ফখরুদ্দিন প্রমুখ
মরহুমা আফতারা বিবি চৌধুরীর বিগত ২০২০ সাল থেকে পরিবারের পক্ষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী,ঈদুল ফিতরের সময় ঈদ উপহার সামগ্রী বিতরন করেছি। আমাদের এই কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে ও অব্যাহত থাকবে।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে মরহুমা আফতারা বিবি সহ সকলের আত্নার মাগফেরাত কামনা পুর্বক,
পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন। এবং করোনা যুদ্ধে মৃত্যু বরণকারী সাবেক সিসিক মেয়র,জনতার কামরান খ্যাত আওয়ামী লীগ নেতা আলহাজ্ব বদরউদ্দিন আহমদ কামরান সহ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।