বরেণ্য রাষ্ট্রচিন্তক সাবেক অর্থমন্ত্রী মুহিত আর নেই।
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
বর্ষীয়ান বরেণ্য প্রবীণ রাজনৈতিবিদ,সাবেক অর্থমন্ত্রী
বহুমাত্রিক প্রতিভায় গুণী,রাষ্ট্রচিন্তক, কূটনীতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে আবুল মাল আবদুল মুহিত যিনি ছিলেন দেশজুড়ে আলোচিত ও একবাক্যে পরিচিত রাজনৈতিবিদ,সাবেক অর্থমন্ত্রী ক্ষণজন্মা,
চীরসবুজ,সজ্জন- সুহৃদ সদালাপী অর্থমন্ত্রী এমএ মুহিতের চীর প্রস্থানে সিলেট হয়ে গেল ম্লান।
রাত ১২:৫০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে। এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেওয়া হবে।
গত বছরে করোনায় আক্রান্ত হন আবুল মাল আবদুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।
বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সফলঅর্থমন্ত্রী,
সিলেট-১ আসনের সাবেক সাংসদ,দেশবরেণ্য অর্থনীতিবীদ,ভাষা সৈনিক,জনাব আবুল মাল আবদুল মুহিত,মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
উল্লেখ্যঃ আবুল মাল আবদুল মুহিত (জন্ম:২৫ জানুয়ারি, ১৯৩৪-৩০ এপ্রিল,২০২২) ছিলেন একজন খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ,রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক। এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রচিন্তক, কূটনীতিক ও প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে আবুল মাল আবদুল মুহিতের জুড়ি মেল ভার। তাঁর পাঠ, পঠন, জ্ঞান ও প্রাজ্ঞতা বাংলাদেশের অনন্য সম্পদ। তিনি সত্যিকার অর্থেই এক আলোকিত মানুষ। ’
তাঁর মৃত্যুতে সিলেটবাসীসহ রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শূন্যতা ও শোকের ছাঁয়া। যা সর্বস্থরের মানুষের কাছে মুখে মুখে আলোচিত। দায়িত্ব পালনে অনেক সময় হয়েছেন সমালোচিত। যা একাধিক কারণে প্রিন্ট,
অনলাইন,মিডিয়া ও গণমাধ্যমে ব্যাপক আলোচিত ও সর্বস্থরের মানুষের কাছে মুখে মুখে পরিচিত।
সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক জনাব আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমরা শোকাহত।এবং
গভীর শোক প্রকাশ করছি,সেইসাথে মরহুমের আত্নার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি!আমিন!