কালিয়ায় উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ হাচিবুর রহমান,(কালিয়া ) নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল (শনিবার) পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় দোয়া পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ এর সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমুর রহমান ( ওসি), পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, নড়াইল জেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীরা। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।অনুষ্ঠানে অসুস্থ সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।