৫টি মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোরচক্র আটক
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
বায়েজিদ বোস্তামি থানার অভিযানঃ চোরাই ০৫ (পাঁচ)টি মোটর সাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার।
বাদী কাজী নজরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার ব্যবসায়ী। তিনি ইং ২৮/০৪/২০২২ইং তারিখ সন্ধ্যায় তার ব্যবহৃত HORNET-150 সিসি মোটর সাইকেল বাড়ীর সামনে তালা লাগিয়ে রেখে বাসায় ইফতার করার জন্য অবস্থান করে। এমন সময় এলাকার লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে বাসা হতে বাহির হয়ে দেখে বিবাদী মোঃ সাকিব (২০) তার মোটর সাইকেলটিসহ পড়ে আছে। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি নিজের বাইকটি উদ্ধার করেন এবং থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষনিক টহল পুলিশ ঘটনাস্থলে এসে বর্ণিত বিবাদীকে হেফজাতে নেয়।
পরবর্তীতে বায়েজিদ বোস্তামি থানা টিম প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৮/০৪/২০২২ ইং তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৯/০৪/২০২২ ইং তারিখ রাত অনুমান ০১ঃ০০ ঘটিকা হতে ০৩ঃ০০ ঘটিকার মধ্যে সীতাকুন্ড থানাধীন বিভিন্ন স্থান হতে ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করে এবং উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ০৫ জনকে আটক করে।
উদ্ধারকৃত আলামতের বিবরণঃ-
১) ১ টি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- JBMBTA-36727, যাহার চেসিসের প্রথম অংশ অস্পষ্ট ( ঘষামাজা) শেষের অংশ ৯৭২৭২, যাহার নাম্বার প্লেটের BENAPOLE CUSTOM LOT NO- 615117, GR NO:- 1060/15।
২) ১ টি কালো ও লাল রংয়ের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল। যাহার রেজিঃ নং নাই, চেসিস নং- MD2A14AZXFWK93069, BwÄb bs- JBZWFK63856.
৩) ১ টি লাল রংয়ের HERO GLAMAUR মোটরসাইকেল। যাহার রেজিঃ নং- চট্টমেট্রো ল- ১৭-৮১৫১, চেসিস নং নাই, ইঞ্জিন নং- JAQ6FJJGBQ1018..
৪) ১ টি কালো ও নীল রংয়ের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল। যাহার রেজিঃ নং- কক্সবাজার হ-১১-২৯৭৬, চেসিস নং নাই, ইঞ্জিন নং নাই।
৫) ১ টি CB HORNET HONDA মোটরসাইকেল। যাহার চেসিস নং- *PSOKC2390ZH100463*, ইঞ্জিন- KC23E6000118.