রামগড়ে পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার আয়োজন
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার রামগড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামগড় পৌর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
২৯শে এপ্রিল বৃহস্পতিবার রামগড় উপজেলা বিএনপির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ আহাম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সভাপতি, রামগড় উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসীম উদ্দিন সভাপতি রামগড় পৌর বিএনপি, মোঃ জসিম উদ্দিন সিনিয়র সহ-সভাপতি,রামগড় উপজেলা বিএনপি, জানে আলম দুলাল সিনিয়র সহ-সভাপতি রামগড় পৌর বিএনপি, নুর হোসেন নুরু সাধারণ সম্পাদক রামগড় উপজেলা বিএনপি, মোঃ আলা উদ্দিন সাধারণ সম্পাদক রামগড় পৌর বিএনপি। রামগড় পৌর যুবদলের আহবায়ক জামাল উদ্দিন শামিম-এর সভাপতিত্বে এবং রামগড় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ ভূঁইয়া’র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে রামগড় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।