বৃহওর সুড়িকান্দি জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনাম ধন্য বিদ্যাপীঠ সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যে ব্যক্তি কোন রোজাদারকে “ইফতার করাবে” সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে; তবে রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না। এ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) বেলা ৩ ঘটিকার সময় সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এতে মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় হাজী আব্দুর রহিম বলাইর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ডাকবাংলা মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামতলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসলাম উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন ২নং দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন,
এছাড়া ও উপস্থিত ছিলেন, আহমেদ ফারুক মিন্টু, রহিম উদ্দিন নজরুল,
মাসুক উদ্দিন, বাবুল আহমেদ, শিক্ষক আহমেদ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুস্তাক আহমেদ, বাহার উদ্দিন, মাওলানা ইসলাম উদ্দিন,মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ, আমেরিকা প্রবাসী আব্দুস সাহিদ সহ উপস্থিত ছিলেন এলাকার আরো বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এই বছরো প্রবাসীদের সহযোগিতায় সুড়িকান্দি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫শত মানুষ কে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ খান।