কুড়িগ্রামে জাতীয় স্কুল ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা সোমবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়৩ ইউকেটেকালেক্টরেট স্কুলকে পরাজিত করেছে।
টসে জিতে কালেক্টরেট স্কুল নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৩৯ ওভার দশমিক ১ বলে ১২৪ রানে গুটিয়ে যায়। জবাবে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩৭ ওভারে৩ উইকেট হাতে রেখেই খেলায় জয়লাভ করে।
প্রতিযোগিতা শেষেপুরষ্কার বিতরণী আনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও এড. আহসান হাবীব নীলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, জেলা ক্রিকেট আম্পায়ারস এসোসিয়েশনের সেক্রেটারী নুরুন্নবী বুলু প্রমুখ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারে প্রতিযোগিতায় মোট ৪টি স্কুল অংশ নেয় ।