বলী’খেলা-বৈশাখী মেলায় বিকল্প সড়ক ব্যবহারে-সিএমপি।
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্য সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের বিকল্প সড়ক ব্যবহারের পরার্মশ দেওয়া হচ্ছে।
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের বিকল্প সড়ক ব্যবহারের লক্ষ্যে এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৪/২০২২খ্রিঃ হতে ২৬/০৪/২০২২খ্রিঃ (১১ বৈশাখ,১৪২৯ খ্রী হতে ১৩ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ) চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পাড়ে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় দেশের বিভিন্ন প্রান্ত হতে বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের সমাগম হবে। মেলা চলাকালীন ক্রেতা-বিক্রেতাসহ আগত লোকজনের সমাগমের কারণে মেলা কেন্দ্রিক আশেপাশের এলাকার নিম্নোক্ত রাস্তাসমূহে আগামী ২৪/০৪/২০২২খ্রিঃ হতে ২৬/০৪/২০২২ খ্রিঃ পর্যন্ত লালদীঘি অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
মেলাস্থলের পার্শ্ববর্তী যে সকল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা নিন্মরূপঃ
০১) আন্দরকিল্লা মোড় (জামে মসজিদের সামনে) হতে বক্সিরহাট-লালদিঘীগামী রাস্তা বন্ধ থাকবে।
০২) জেলা পরিষদ মার্কেট হতে টেরিবাজার-আন্দরকিল্লাগামী রাস্তা বন্ধ থাকবে।
০৩) সিনেমা প্যালেস হতে কে সি দে রোড হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৪। জহুর হকার্স/মহল মার্কেট হতে বাটা ক্রসিং পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
০৫। টেরিবাজার ফুলের দোকান হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৬। আমানত শাহ মাজার রোডের মুখ হতে টেরিবাজারগামী রাস্তা বন্ধ থাকবে।
০৭। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং রোগীদের আসা-যাওয়ার জন্য পুলিশ সহায়তা করবে।
০৮। টেরিবাজার, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চাক্তাই গামী সব ধরণের পণ্যবাহী গাড়ী/ বড় গাড়ী রাজাখালী দিয়ে প্রবেশ করে মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে।
লালদীঘি আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে লোকজনের সমাগম এবং গাড়ী ডাইভারশনের কারণে অত্র এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকবে। এলাকার সড়কসমূহে স্বাভাবিক চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে জরুরী প্রয়োজনে এই এলাকার সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরার্মশ দেওয়া হচ্ছে।
উক্ত বলী খেলা ও বৈশাখী মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।