সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ এর ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেয়ামত উল্যাহ তারিফ: “ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয় এটি একটি অনুভূতি ”। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এর কথাটি একবার নয় শুধু বারবার সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। তেমন করে আবারও প্রমাণিত হলো ২৩ এপ্রিল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভায় সহস্রাধিক উপস্থিতির মাধ্যমে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৫:০০ সময় সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে এই আয়োজন করা হয়।
এ সময় নোয়াখালী জেলা যুবলীগ নেতা ওমর ফারুক বিপ্লব এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ এর আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ এর যুগ্ন-আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগ এর যুগ্ন-আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগ এর সদস্য ডা. মোঃ আবদুর রব, সুবর্ণচর উপজেলা আওয়াম লীগ এর সাধারণ সম্পাদক মো: হানিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ছানা উল্যাহ বি.কম সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।