প্রকাশিত সংবাদে সাংবাদিক মোঃ হাচিবুর রহমানের ভিন্নমত প্রকাশ
কালিয়া প্রতিনিধিঃ
ঢাকা অনিবন্ধিত তটি অনলাইন পোর্টাল ও শরীফ সাদ্দাম নামের ফেসবুক আইডি থেকে মিথ্যা, মনগড়া ও উদ্দ্যেশ্য মূলকভাবে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন মোঃহাচিবুর রহমান । মোঃ হাচিবুর রহমান নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা এলাকার মৃত ছায়েন উদ্দিন শেখের পুত্র পাঠানো এক ভিন্নমত বার্তায় প্রকাশিত সংবাদ মিথ্যা এবং বানোয়াট দাবি করে মোঃ হাচিবুর রহমান বলেন আমি মূলত পেশায় একজন গনমাধ্যম কর্মী । আমি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এস টেলিভিশনের কালিয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছি।আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারি গত চলতি মাসে (১৮ এপিল) ” কালিয়ায় সাংবাদিক পরিচয় আড়ালে জমজমাট মাদক ব্যবসা” শিরোনামে ঢাকার টপ নিউজ২৪.কম, ঢাকা লাইভ টিভি ও প্রেস টিভি তিনটি অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। যার গর্ভে আমাকে হেওপ্রতিপন্ন করে বলা হয়েছে আমার বিরুদ্ধে মাদক সেবন ও ব্যাবসার অভিযোগ উঠেছে।আমি চ্যানেল এস এর সাংবাদিকে পরিচয় দিয়ে মাদক সেবন ও ব্যাবসা করে আসছি আখ্যায়িত করে সংবাদটি প্রকাশিত করা হয় যা সম্পূর্ণ বানোয়াট ও বিত্তিহীন। এই ঘটনার সঙ্গে বাস্তবেও আমার কোন যোগসুত্র নাই।প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়াও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে আমার অনেক আগের একটা পুরানো ছবি সুপার এডিট করে প্রতিবেদককে উৎকোচের বিনিময়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করাচ্ছে। উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনকি এরকম মিথ্যা সংবাদ আমার অথবা যে কারো বিরুদ্ধে সংগ্রহ কিংবা ভবিষ্যতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা থেকে প্রতিবেদকে বিরত থাকার জন্য আহ্বান জানান মোঃহাচিবুর রহমান