ডেস্ক নিউজ, সময়ের পথঃদক্ষিণ খুলশী জামে মসজিদ ও দারুন নাজাত হেফজখানার ছাত্রদের মাঝে যাকাতের অর্থ বিতরণ।
পবিত্র মাহে রমজানে ঈদের আনন্দ সবার ঘরে যাতে পৌঁছে সে লক্ষ্যে যাকাতের কিছু নগদ অর্থ হেফজখানার ৪০জন ছাত্র-ছাত্রীর মাঝে ১৯শে রমজান বাদ মাগরিব দক্ষিণ খুলশী জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াকফ এস্টেট (বহুমুখী মসজিদ প্রকল্প) ইসি নং-২০৫৮৯। মোতোয়াল্লী আলহাজ্ব হাসিব উল্লাহ চৌধুরী ও সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ শামসুর রহমান সহ কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রদান করা হয়।