চাটখিলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ইফতার সামগ্রী বিতরণ
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামিলীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌরসভায় গরিব অসহায় ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে, ২০কেজি চাল, ছোলা বুট, চিনি পেঁয়াজ সহ ১২ আইটেম ইফতার সামগ্রী। ইফতার সামগ্রী বিতরণ কালে তার সাথে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও নোয়াখালী জেলা আওয়ামিলীগের সদস্য মোহাম্মদ উল্লাহ্ পাটোয়ারী, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, নোয়াখালী জেলা আওয়ামিলীগের সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, ভিআর ডিবির চেয়ারম্যান মিজানুর রহমান ( ভিপি মিজান) প্রমূখ। বুধবার সোনাইমুড়ীতে ৭ টি ইউনিয়ন ও পৌরসভার গরিব অসহায়দের মাঝে ৫ হাজার প্যাকেট বিতরণ করা হবে বলে জানিয়েছেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।