কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম (অবঃ) এর সম্মানে ইফতার
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুস সালাম (অবঃ) এর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্যোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর মোঃ আব্দুস সালাম (অবঃ) এর সম্মানে রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব বিশিষ্ট ঠিকাদার মোঃ আমিনুল ইসলাম, জেলা জাতীয় যুব সংহতির সাবেক সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হৃদয়, কুড়িগ্রাম সদর থানা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, বেলগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টির নেতা সেকেন্দার আলী, তাজুল ইসলাম, মাহফুজার রহমান, আব্দুর গনি সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের প্রায় ৫ শতাধিক দলীয় নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রায়াত হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করা হয়।