শুভ নববর্ষ পহেলা বৈশাখ-১৪২৯
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
শুভ নববর্ষ-পহেলা বৈশাখ-১৪২৯ বাংলা। সময়ের পথ পরিবারের সকলকে ও দেশ-দেশের বাহিরে বাংলা সংস্কৃতি প্রিয় সবাইকে নববর্ষে ফুলেল শুভেচ্ছা।
আজ পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথমদিন। হাজার বছরের বাংলা বাঙালির গৌরবময় ইতিহাসিক দিন। আজকের নতুন দিনে বাঙ্গালির মনে-প্রাণে ঘরে ঘরে বিনোদন ও সংস্কৃতির আমেজ পূর্ণ।নানা উৎসব অনুষ্ঠানের আয়োজনে বর্নাঢ্য সমারোহে সমৃদ্ধ।আজকের এইদিনে বঙ্গালাপ্রিয় সকলকে জানাই অকৃত্রিম অন্তিম অফুরান অম্লান ভালবাসা শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের মত জীবনের প্রতিটি মুহূর্ত যেন ভরে থাকে সুখ শান্তি সম্বৃদ্ধি ছোঁয়ায় আলোকিত হোক সকলের জীবন জীবীকার নব উদ্যমে প্রতিদিন।
আজ নববর্ষ। একটাই জীবন! কোন দুঃখ সারাক্ষণ মনে রেখে সুখের চিন্তা করা যায় না। তাই সুখে থাকতে চাই, স্বাভাবিক জীবন নিয়ে নিরহংকার ভাবে বাঁচতে চাই। জানি সুন্দর সৃষ্টিশীল কাজের প্রতিবন্ধকতা আসে, বাধা থাকবে এটাই জীবন। নতুন বছরে কারো অনিষ্ট চাই না। ভালো থাকুক সব সুন্দর চিন্তা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
নববর্ষ বর্ষজুড়ে সবার জীবনে সুখ ও শান্তির বার্তা বয়ে আনুক। আবারো সময়ের পথ পরিবারের সকলকে ও দেশ-দেশের বাহিরে সবাইকে নববর্ষে ফুলেল শুভেচ্ছা