বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির নির্বাচন স্থগিত
————————————————————
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ মে পর্যন্ত স্থগিত করে তফলিস ঘোষণা করেছেন হাইকোর্ট।
মাদারীপুর যুগ্ম জেলা জজ আদালত বুধবার (১৩ এপ্রিল) এই অস্থায়ী স্থগিতাদেশ দেন।
এর আগে ২০২০ সালে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির প্রশাসককে বিবাদী করে দেওয়ানী মামলা (নং- ১০৪/২২) মামলা দায়ের করেন। বুধবার ছিলো সেই মামলার শুনানি। শুনানির সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহিম আলম উপস্থিত ছিলেন। তিনি এই আদালতে মোশন করায় এ বিষয়ে বাদীর দরখাস্ত উপস্থাপন করেন।
সেইসাথে আগামী ধার্য্য তারিখ পর্যন্ত উভয় পক্ষকে উক্ত অস্থায়ী স্থগিতাদেশ মেনে চলার নির্দেশ দেন।
এছাড়াও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২১-২০২২ ও ২০২২-২০২৩ নির্বাচনে ৪৩ জন পরিচালক নির্বাচনের লক্ষ্যে নিম্নবর্ণিত তফসিল ঘোষণা করেন আদালত।
উল্লেখ্য, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির তফসিল অনুযায়ী ২০২০-২০২১-এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিলম্ব হওয়ায় ২০২২-২০২৩ অনুসারে সমিতির এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।