১০ এপ্রিল রবিবার দৈনিক পাবলিক বাংলা কার্যালয়ে নরসিংদী জার্নালিষ্ট এন্ড রাইটার্স সোসাইটি এর প্রধান কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন njrs এর সভাপতি হাজী জাহিদ হাসান, সাধারন সম্পাদক আর এস লায়ন সরকার, সহ-সভাপতি আপেল মাহমুদ চৌধূরী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জিয়া ও প্রচার ও দপ্তর সম্পাদক হাসান সরকার।
আলোচনার প্রধান বিষয় ছিলো বর্তমানে সংবাদ-কর্মীদের আর্থিক সুযোগ সুবিধা এবং সংবাদ সংগ্রহ কালের বিভিন্ন সমস্যার চিত্র। তাছাড়াও njrs এর আগামী পথ চলার অগ্রগতি ও উন্নয়নধারা সমৃদ্ধ করার বিশদ পরিকল্পনা।
বোরহান মেহেদী