সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল দম্পতির তাজা প্রাণ।
মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম।
অনিশ্চত জীবনের সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল দুটি তাজা প্রাণ।রোজা রেখেও ইফতার করা হলোনা ইকবাল,সখিনা দম্পতির। ক্ষনস্থায়ী দুনিয়ার যাত্রাপথে ছিলেন একসাথে,চীরস্থায়ী পরকালেও সহযাত্রী হলেন যেন একসাথেই।
আজ বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর লালখান বাজার আখতারুজ্জামান ফ্লাইওভার প্রবেশমূখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চোখের পলকেই চালকের গাফিলতি অবহেলায় ঘাতকট্রাকেই কেড়ে নিলো দম্পতির প্রাণ।
ম্যাক্স কন্সট্রাকশন নামক প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি হলেন কোতোয়ালি থানাধীন,৬নং ওয়ার্ড কমিশনার বিল্ডিং এর মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল চৌধুরী পেশায় ছিলেন প্রকৌশলী ও তার স্ত্রী সখিনা ফাতেমী।
কোতোয়ালী থানার ওসি বলেন,লালখান বাজারে ফ্লাইওভারের মুখে একটি ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দম্পত্তি নিহত হয়েছে। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে নিহতদের লাশ উদ্ধারে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।