চটিগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি এর উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেট প্রতিনিধিঃ-
কানাইঘাটের ৬নং সদর ইউপির চটিগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির উদ্দ্যোগে আজ সোমবার রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেন উক্ত সমিতির পক্ষে এলাকার যুবকরা।
রমজান মাস উপলক্ষে খাদ্যদ্রব্য
সামগ্রীতে হিসেবে ছিলো চাল,ডাল,পিয়াজ,আলু,তেল,ছোলা,খেজুর, এসব খাদ্য দ্রব্য অসহায় পরিবারের কাছে পৌছে দেন তারা।
উক্ত খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠন কর্মি আশরাফ উদ্দিন শাকিল,আহমদ আলী,সাহেদ আহমদ,সেবুল আহমদ,সুলতান আহমদ,মামুন আহমদ,আবু সুফিয়ান প্রমুখ।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন চটিগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক বাহা উদ্দিন বলেন চটিগ্রাম প্রবাসী কল্যাণ সমিতি গ্রামের ধনী গরিব একসাথে এই রামাদ্বানে একত্রে মিলেমিশে থাকার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের এই ধারা অব্যাহত থাকতে আমি সকলের সহায়তা কামণা করছি।।
নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ও উক্ত সমিতির অন্যতম কর্মি আশরাফ উদ্দিন শাকিল বলেন আমি দেশে থেকে প্রবাসীদের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।এই সমিতির মাধ্যমে অতীতে অনেক অসহায় পরিবারের সদস্যদের কে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করা হয়েছে। আর এই রামাদ্বানে প্রায় অর্ধশতাধিক মানুষকে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়েছে।আমি সমিতির সকল সদস্য ও কর্মিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।