কালিয়া থানায় নবাগত ওসি শেখ তাসমীম আলমের যোগদান
মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে শেখ তাসমীম আলম যোগদান করেছেন।
শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি কালিয়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
এরপূর্বে তিনি যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি শেখ তাসমীম আলম ২০০৫ইং সালে সরাসরি এসআই পদে কাজে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৬ইং সালে যশোরের শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ইং সালে ওসি (তদন্ত) হিসেবে যশোর কোতোয়ালি থানায় এ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম সাংবাদিকদের জানান,জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি।
ওসি শেখ তাসমীম আলম খুলনা জেলার খালিশপুর থানাধীন মুজগুন্নী এলাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
উল্ল্যেখ, গত ১৬মার্চ কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া (বিপিএম)কে নিয়মিত বদলী হিসেবে ঝিনাইদাহ জেলায় বদলী করলে ওসির পদটি শূন্য হয়।